আমিরুল ইসলাম,
পথশ্রী অভিযানে ভাতারের নিত্যানন্দপুর গ্রামে রাস্তা উদ্বোধন করলেন বিধায়ক সুভাষ মন্ডল।
গতকাল গোটা রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেছিলেন ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
ভাতারের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রামে প্রায় এক কিলোমিটার রাস্তা রাস্তার হবে সেই রাস্তার শুভ উদ্বোধন করলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল ।
আজ এই মঞ্চ থেকে ৩ টি রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক, নিত্যানন্দপুর ছাড়াও ভাতার গ্রাম পঞ্চায়েতের দুটি ।
উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি সুন্দরী মাড্ডি, সহ-সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায়, ভাতার যুগ্ম ব্লক আধিকারিক অরবিন্দ পাল, গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকুলি সামন্ত, উপপ্রধান জুলফিকার আলী।
প্রায় 50 বছরের দাবি পূরণ হওয়ায় গ্রামের মানুষজন খুশি। নিত্যানন্দপুর গ্রামে উৎসবের আকার নিয়েছে আজ।