আমিরুল ইসলাম,
ভাতারের পালার বাপুজি সংঘের উদ্যোগে লক্ষ্মীপূজো এ বছরে ৩১ বছরে পা দিল, আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রাক্তন বিধায়ক।
৩১ বছর ধরে ভাতারের পালার বাপুজী সংঘের উদ্যোগে লক্ষ্মীপূজো হয়ে আসছে।
এই পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বা তার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা ও এওড়া রামকৃষ্ণ আশ্রমের মহারাজ।
এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বনাঞ্চল আধিকারিক পূর্ব বর্ধমান জেলার জয়ন্ত ধারা, ভাতার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত হুই, ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন জনস্বাস্থ্যের কর্মদক্ষ মহেন্দ্র হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিরা।
ক্লাবের সভাপতি কাশীনাথ হাজরা জানান যে,
আনুষ্ঠানিকভাবে লক্ষী পূজোর সূচনা হলো।
বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে। এছাড়াও এলাকার শতাধিক মানুষকে নতুন বস্ত্র বিতরণ করা হলো আজ।
তিন দিন ধরে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির হবে।
রবিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সোমবার সন্ধ্যায় বিচিত্রা অনুষ্ঠান,
মঙ্গলবার সন্ধ্যায় যাত্রা পালা ও বুধবার সন্ধ্যায় মায়ের নিরঞ্জন হবে।
এই ক্লাবের এ বছর পুজোর বাজেট ২ লক্ষ টাকা।