আমিরুল ইসলাম,
ভাতারের বেলেন্ডা গ্রামের এক ব্যক্তি নিখোঁজ পরিবারের পক্ষ থেকে অভিযোগ ভাতার থানায়।
গত কয়েক দিন আগে ভাতার বাজারে বাজার করতে এসে নিখোঁজ বেলেন্ডার এক ব্যক্তি নাম কানু ধারা, বয়স ৫৯। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি হয়েছে। কোনো খোঁজ মেলেনি,কানু ধারার।
তার ছেলে বিজয় ধারা ভাতার থানায় লিখিত অভিযোগ করলেন ।
বিজয় ধরা জানান যে, কোন ব্যক্তি বাবার খবর পেলে আমাদের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুবই উপকৃত হব।