আমিরুল ইসলাম,
শহীদ জাওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে মহাতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের ব্লকের মহাতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ জাওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির। আগত সকল মানুষকে একটি করে মাকস দেন মহাতা অঞ্চল তৃণমূল কংগ্রেস।
লাদাখে সীমান্তে চীনের হামলায় ভারতের যে সমস্ত জাওয়ান নিহত হয়েছেন তাঁদের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির। মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।এই রক্ত তুলে দেয়া হবে বর্ধমান মেডিকেল কলেজের হাতে।
মহাতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা নাজিম মন্ডল জানান,আমরা শহীদ জাওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির করেছি পাশাপাশি, ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে আমাদের এই উদ্যোগ। আজ মহাতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল কর্মী এসেছেন আমাদের এই রক্তদান শিবির উনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। মোট ৩০ জন রক্তদাতা রক্ত দেন
এই রক্তদান শিবিরে।
রক্তদান শিবিরে উপস্থিত ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা, রাজা কার্ফা, ভাতার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মদক্ষ মান গোবিন্দ অধিকারী,