ভাতারের মোহনপুরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস

Spread the love

তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে দলের প্রতিষ্ঠা দিবস পালন ভাতারের মোহনপুর গ্রামে। পূর্ব বর্ধমানের ভাতারের বনপাস অঞ্চলে মোহনপুর গ্রামে জেলা শ্রমিক সংগঠনের সম্পাদক চিরঞ্জীব সামন্ত ওরফে নয়ন সামন্তর উদ্যোগে যথাযথ মর্যাদায় দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন সকালে শতাধিক কর্মীর সমর্থকদের উপস্থিতিতে দলীয় পতাকা উত্তোলন ও কর্মীদের মিষ্টিমুখ করিয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। কয়েকশো কর্মীদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক নয়ন সামন্ত বলেন, ১৯৯৮ সাল থেকে পহেলা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। প্রতিবছরের ন্যায় এ বছর ও যথাযথ মর্যাদায় ভাতারের মোহনপুর গ্রামে দলীয় কার্যালয়ে সকলকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে লড়াইয়ের ডাক দেন শ্রমিক সংগঠনের নেতা নয়ন সামন্ত। তিনি আরো বলেন আগামী লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে ভাতার ব্লকের কর্মীরা। মনোমালিন্য দূর করে সকলকে একত্রিত করে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা নয়ন সামন্ত।

ভাতার থেকে শেখ মিলন এর রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *