আমিরুল ইসলাম,
; শুক্রবার ভাতারের করোনা স্বেচ্ছাসেবক শিক্ষক মহাশয় কে কলকাতার কালীঘাট থেকে বিশেষ সম্বর্ধনা প্রদান করা হলো ।পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিশিষ্ট শিক্ষক শেখ জানে আলম গত কয়েক মাস ধরে ভাতারের বিভিন্ন প্রান্তে করোনার স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে চলেছেন।তিনি করোনা রোগীদের খাবার পৌঁছে দিচ্ছেন। বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন মাছ, মাংস, ডিম, দুধ, ডাল,। সম্পূর্ণ নিজের মাসের বেতন থেকে খরচা করে এই সমস্ত খাবার পৌঁছে দিচ্ছেন করোনা রোগীদের বাড়িতে। কেবলমাত্র খাবার নয় পাশাপাশি যে সমস্ত ঔষধ দরকার সেই সমস্ত ঔষধ তিনি পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে।তিনি একজন শিক্ষক,তিনি যে মানুষ গড়ার কারিগর,সমাজ গড়ার কারিগর ।এই কঠিন পরিস্থিতিতেও তিনি দিনরাত পরিশ্রম করে চলেছেন।সেই খবর ইতিমধ্যে আমরা দেখিয়েছিলাম আমাদের খবরের কাগজে। সেই খবর দেখার পর ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি বিশেষ সম্মান জানিয়ে ছিলেন।সম্মান জানিয়ে ছিলেন ভাতার ব্লক প্রশাসন।এরপর আমাদের খবর দেখে কলকাতার কালীঘাটের এক স্বেচ্ছাসেবক নাম তন্ময় দত্ত, তিনি আজ বিশেষ সম্মান জানিয়ে গেলেন শিক্ষক শেখ জানে আলম কে।এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি। এই বিশেষ সম্মান টি দেওয়া হয় ভাতার ব্লক অফিসের সামনে।বিশিষ্ট শিক্ষক জানে আলম জানান, “আমি বিভিন্ন জায়গা থেকে সম্মান পাচ্ছি এই কাজের জন্য ।এই কাজ আমি আগামীতে আরো ভালোভাবে করতে চাই”।কালীঘাটের স্বেচ্ছাসেবক তন্ময় দত্ত জানান, -“আমি প্রকাশিত খবর দেখি যে ভাতারের বিভিন্ন প্রান্তে করোনা রোগীদের পাশে রয়েছেন বিশিষ্ট শিক্ষক জানে আলম। তাই আমি কলকাতায় বসে না থাকতে পেরে ভাতার এসে ওনাকে একটু সম্বর্ধনা জানিয়ে গেলাম। পাশাপাশি কিছু খাবার, ন্যাপকিন, মাস্ক স্যানিটারি, করোনা রোগীদের জন্য দিয়ে গেলাম। আগামীতে উনি ভালোভাবে কাজ করুক এই কামনা করি ঈশ্বরের কাছে”।