ভাতার বাজারের একটি নেশা মুক্ত কেন্দ্রের এক ব্যক্তির মৃত্যু ঘটলো বর্ধমান মেডিকেল কলেজে, পরিবারের লোক খুনের অভিযোগ জানালো ভাতার থানায়, ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য।
ভাতার ফায়ার ব্রিগেডে কাছে রয়েছে একটি বেসরকারি নেশা মুক্ত কেন্দ্র।
সেখানে মঙ্গলকোটের সাকোনা গ্রামের জামাল উদ্দিন কে ভর্তি করেন পরিবারের লোকজন দুমাস আগে।
গতকাল গভীর রাত্রে পরিবারের লোকের কাছে ফোন যায় যে জামাল উদ্দিন মারা গেছেন। বর্ধমান মেডিকেল কলেজে হার্ট অ্যাটাক করে।
পরিবারের লোকজন বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে দেখেন তার বিভিন্ন জায়গায় রক্ত বের হচ্ছে।
পরিবারের লোকজনদের অভিযোগ জামাল উদ্দিনকে খুন করা হয়েছে ।।
আজ অর্থাৎ মঙ্গলবার বারোটার সময় লিখিত অভিযোগ হয় ভাতার থানায়।
এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
মৃত দেহটির ময়নাতদন্ত হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজে।
তবে এ বিষয়ে নেশা মুক্ত কেন্দ্রের কারো সঙ্গে যোগাযোগ করা যায়নি কারণ নেশা মুক্ত কেন্দ্র বর্তমানে তালা দিয়ে বন্ধ করা রয়েছে।
ফোনেও যোগাযোগ করা যায়নি তাদের সঙ্গে।
পুলিশ জানিয়েছে অভিযোগ পাওয়া গেছে তদন্ত শুরু হয়েছে।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।