ভাতারে ভেঙ্গে পড়লো মাটির বাড়ি, প্রাণে বাঁচলেন এরা

Spread the love


ভাতারের বামশোর গ্রামে একটি দুতালা মাটির বাড়ি হুর মুড়িয়ে ভেঙে পড়ল, ঘটনায় আহত দুই। এলাকায় চরম আতঙ্ক।মঙ্গলবার পাঁচটার সময় বাড়ি পরিদর্শন করলেন পঞ্চায়েত সদস্য।

ভাতারের বামশোর গ্রামের একটি বহু পুরাতন মাটির বাড়ি অতিরিক্ত বৃষ্টির জন্য হুড়মুড়িয়ে ভেঙ্গে পরল আজ।
তবে ঘটনাটি দিনের বেলায় হওয়ায় বেঁচে গেলেন প্রায় ১০ জন ।
কিন্তু বাড়িতে থাকা কোন জিনিসপত্র বের করতে পারেননি বাড়ির লোকজন। সমস্ত জিনিসপত্র মাটি চাপা পড়ে গেছে ।
আহত হয়েছে দুইজন তাদের নাম আদুরী বেগম ও আঁখি খাতুন।
স্থানীয়রা তড়িঘড়ি তাদের চিকিৎসার জন্য পাঠিয়েছেন ভাতার ব্লক হসপিটালে।
খবর পেয়ে স্থানীয় মানুষজন উদ্ধার কাজে হাত লাগায়।
এর মধ্যে আঁখি খাতুন বাড়ির মাটি চাপা পড়েছিল তাকে মাটি সরিয়ে বের করা হয়।
ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক।
এই মুহূর্তে তাদের খাওয়ার বা পড়ার কোন কিছুই নেই সরকারের সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারের লোকজন।

পরিবারের এক সদস্য শেখ খোকন জানান যে, এই ঘটনার দিনের বেলায় হওয়ায় আমরা প্রাণে বেঁচে গেলাম। রাতের বেলায় হলে হয়তো কেউ বাঁচতাম না।


ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *