ভাতারে মাদ্রাসার শিক্ষক – ছাত্রদের দোওয়ার মজলিস
আমিরুল ইসলাম ,
রবিবার রাজ্যের বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক ও ছাত্রদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার ভাতারের মুরাতিপুর মাদ্রাসা আরাবিয়া দারুস সালামে এলাকায় শান্তির বার্তা দিতে ভাতারের মুরাতিপুরে মাদ্রাসা আরাবিয়া দারুস সালামে অনুষ্ঠিত হলো দোওয়ার মজলিস।
রাজ্যের বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিল এই দোওয়ার মজলিসে।
এলাকার বিভিন্ন মসজিদের কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন এই কর্মসূচিতে। মূলত কিছু মানুষ ধর্মের নামে এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে, তাদের শান্তির বার্তা দিতে এই দোওয়ার মজলিস বলে জানান মাদ্রাসার প্রধান শিক্ষক মুক্তি আনোয়ার হোসেন কাসেমী। তিনি আরো জানান, -“সমাজে শিক্ষার খুব প্রয়োজন আছে। শিক্ষা ছাড়া সমাজের উন্নতি হতে পারে না তাই ধর্মীয় শিক্ষার মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে হবে। এলাকার মানুষ আমাকে দারুন ভাবে সাহায্য করেছে এই অনুষ্ঠানটি করতে সকলকে অসংখ্য ধন্যবাদ”।