ভাতারে স্কুলে পিঠেপুলি উৎসব

Spread the love


ভাতারের বালসিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ধরা পরল এক অন্য ছবি। শিক্ষকরা নিজ খরচা করে , হারিয়ে যাওয়া পৌষ সংক্রান্তির পিঠে পুলি ছাত্র-ছাত্রীদের বানিয়ে খাওয়ালেন। কর্মসূচি চলল শুক্রবার তিনটে পর্যন্ত।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বালসিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ধরা পরল এক অন্য ছবি। শিক্ষকরা নিজ খরচা করে , হারিয়ে যাওয়া পৌষ সংক্রান্তির পিঠে পুলি ছাত্র-ছাত্রীদের বানিয়ে খাওয়ালেন। শুধু তাই নয় এই পিঠে পুলি উৎসবে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মিলন ক্ষেত্র গড়ে তুললেন। পিঠেপুলি অনুষ্ঠানে এসে প্রত্যেক ছাত্র-ছাত্রী আনন্দিত।

পূর্ব বর্ধমানের ভাতারের বালসিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ১৯০ জন। পৌষ মাস পেরিয়ে গেলেও এখন মাঘ মাস। এই মাঘে মাসে ইস্কুলে এই অনুষ্ঠিত হলো পিঠেপুলি উৎসব। একদিকে যখন অন্যান্য স্কুলে টাকার অভাবে স্কুলের সরস্বতী পুজো বন্ধ, কোথাও বা সরস্বতী পুজোর আয়োজন হচ্ছে পুলিশ দিয়ে সেইখানে ভাতারের এই প্রাথমিক বিদ্যালয় নজির করলেন পিঠেপুলি উৎসব করে।
প্রধান শিক্ষক অরিজিত হাজরা জানালেন, বর্তমান প্রজন্ম অনেকেই জানেন না পিঠে কিভাবে তৈরি হয়, শুধু তাই নয় মানুষের সময় অনেক কমে যাওয়ায় তারা আর কেউ এই ঝামেলায় যেতে চায় না। সেই কারণে সেই স্বাদ অনেক বাচ্চারাই পায়না।
সেই স্বাদ পাওয়াতেই ভাতারের বালসিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় শুক্রবার পিঠে পুলি উৎসব হল।
উৎসবে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এক মিলনক্ষেত্র গড়ে উঠলো এই প্রাথমিক বিদ্যালয়।

ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *