ভাতারে ৫০ টি বিজেপি পরিবার কে ফেরালেন তৃণমূল বিধায়ক

Spread the love

ভাতারে ৫০ টি বিজেপি গ্রামছাড়া পরিবার ফিরলো বাড়িতে

আমিরুল ইসলাম, ৬ জুন,

 ভাতারের স্বর্ণচালিতা গ্রামে ৫০ টি ঘরছাড়া বিজেপি পরিবার কে ঘরে ফেরালেন তৃণমূল বিধায়ক।গত ২ মে বিধানসভার ফল  ঘোষণা দিনই ভাতারের স্বর্ণ চালিতা গ্রামে তৃণমূল কংগ্রেসের বেশকিছু কর্মীকে ব্যাপক মারধর করে বিজেপি কর্মী সমর্থকরা। লিখিত অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস ভাতার থানায়। তারপর ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। প্রাণের ভয়ে বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম থেকে পালিয়ে যায়। তারপর থেকেই তারা গ্রামছাড়া ছিল। আজ প্রায় ৫০ টি পরিবার বিধায়ক মানগোবিন্দ অধিকারী হাত ধরে স্বর্ণচালিতা গ্রামে ফিরল। গ্রামের খুশির হাওয়া।এই গ্রামে প্রত্যাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী, তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা বাসুদেব যশ, ভাতার থানার পুলিশ আধিকারিক কবিরউদ্দিন খান, জয়ন্ত হাটি, সুব্রত অধিকারী, অঞ্চল সভাপতি জয়রাম ঘোষ, আকাশ চৌধুরী, ঝুলন অধিকারী,
বিধায়ক মানগোবিন্দ অধিকারী কথা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জন্য যদি কেউ গ্রামছাড়া থাকে তাদেরকে তৃণমূল কংগ্রেস বাড়ি ফিরিয়ে আনবে।বিধায়ক খবর পান ভাতারের স্বর্ণচালিতা গ্রাম ভোটের ফলাফল প্রকাশের  এর দিনে মারপিটের জন্য বেশকিছু  বিজেপি পরিবার গ্রামছাড়া রয়েছে।সেই সমস্ত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে আজ প্রায় ৫০ টি পরিবারকে গ্রামে ফেরালেন বিধায়ক মান গোবিন্দ অধিকারী।বিধায়কের উদ্যোগে খুশি গ্রামের সকল সম্প্রদায়ের মানুষ।গ্রামের বাসিন্দা তথা বিজেপি কর্মী  কৃষ্ণ দাস  জানান,-” ২ মে তারিখে ভোটের ফল বেরোনোর পর আমি বাড়ি থেকে ভয়ে পালিয়ে ছিলাম ।ভেবেছিলাম হয়তো আমাদের উপর অত্যাচার হবে। কিন্তু কোন  অত্যাচার হয়নি। আমাকে গতকাল ফোন করেছিলেন বিধায়ক ।খবর পাওয়ার পর আমি গ্রামে ফিরলাম আজ বিধায়ক কে অসংখ্য ধন্যবাদ”।বিধায়ক মান গোবিন্দ অধিকারী জানান, -“এই গ্রামের প্রায় ৫০ টি পরিবার গ্রামছাড়া ছিল, খবর পেয়ে আজ তাদের গ্রামে ঢুকালাম। ভোটের যেদিন ফলাফল প্রকাশ হয়  সেদিন আমাদের কর্মীদের মারধর করেছিল বিজেপি। আমরা কোন মারপিট করিনি আমাদের প্রশাসনের ওপর আস্থা আছে”।এই গ্রামছাড়া দের প্রত্যাবর্তন কর্মসূচিতে সঙ্গে ছিলেন  ভাতার থানার পুলিশ আধিকারিকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *