ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন হল মহিলা তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরের মধ্য দিয়ে। কর্মসূচি হয় ভাতার ব্লক কার্যালয়ের সামনে।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মৃত্যুর কারণে কেবলমাত্র মহিলা রক্তদান শিবিরের মধ্য ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির পালিত হলো।
প্রায় শতাধিক মহিলা এদিন রক্তদান শিবিরের রক্তদান করেনা।
এই রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের হাতে।
বিধায়ক মান গোবিন্দ অধিকারী জানান যে, রাষ্ট্রীয় শোকের কারণে আমরা তেমন কোন অনুষ্ঠান করিনি এ বছর।
মহিলা তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করলাম।
সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে।
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি আজাদ পাতার বাজারে প্রতিষ্ঠা দিবসে এসে মঞ্চে গান গাইলেন।
তিনি দলের পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের সূচনা করেন।
উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, সাংসদ কৃতি আজাদ, বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব জোশ ও রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কোনার।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।