ভাতার সরকারি আবাসন মাঠে অনুষ্ঠিত হলো ক্যারাটে প্রতিযোগিতা।
উপস্থিত রাজ্যের ISKF ক্যারাটে ফেডারেশনের সভাপতি শেখ লালু।
বিভিন্ন জেলা থেকে ৮০ জন ক্যারাটে প্রতিযোগিতা আজ ভাতার আবাসন মাঠে অংশগ্রহণ করেছিল ক্যারাটে প্রতিযোগিতায়।
এই প্রতিযোগিতা থেকে যারা প্রথম স্থান অধিকার করবে বিভিন্ন ইভেন্টে তারা ন্যাশনাল স্তরে খেলার যোগ্যতা অর্জন করবে।
এই খেলার আয়োজন করে ভাতার ক্যারাটে এবং সেল্ফ ডিফেন্স একাডেমি।
ভাতার ক্যারাটে সেল্ফ ডিফেন্স একাডেমীর সদস্য সম্রাট হাজরা জানান, আজ আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্যারাটে টিচাররা এসেছেন এই পরীক্ষা নিতে।
উপস্থিত আছেন আমাদের রাজ্যের ISKF ক্যারাটে ফেডারেশনের সভাপতি শেখ লালু।
এখান থেকে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার চান্স পাবে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।