ভাতারের পলসোনা নজরুল যুব সংঘের উদ্যোগে একরাত্রি ব্যাপী শ্যাডো ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা।
খেলা শুরু হল শনিবার ৭ টা ৩০ মিনিটে।
পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের আমারুন দুই নম্বর অঞ্চলের পলসোনা গ্রামে পলসোনা যুব সংঘের উদ্যোগে একরাত্রি ব্যাপী শ্যাডো ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে।
যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ-সভাপতি মনোয়ার ইসলাম, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সঞ্চিত দত্ত,
বলগোনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আমজাদ আলী,
ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শ্রমিক সংগঠনের সভাপতি পাপাই পাসারি,
ভাতার পঞ্চায়েত সমিতির বিদ্যুতের কর্মদক্ষ সহ অন্যান্যরা।
16 দলের টুর্নামেন্ট এটি।
খেলায় জয়ী ও বিজয়ী কে ট্রফি সহ আর্থিক পুরস্কার দেয়া হবে বলে জানান ক্লাবের সদস্যরা।
ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা বলেন ,
ক্লাব গুলিকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য খেলাধুলার মান অনেকখানি উন্নত হয়েছে বর্তমানে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট