ভাতের গন্ধ
রাসমণি ব্যানার্জী (হরিপাল, হুগলি)
নিজের চোখে শেয়াল দেখা আর হবে না বুঝি
রোজ সন্ধ্যায় বাঁশ বাগানে শেয়াল ভায়া খুঁজি।
শিব তলাতে রোজ দেখা যায় সন্ধ্যা বেলা হলে
শিব মন্দির যাদের আছে তারাই সেটা বলে।
দাঁড়িয়ে ছিলাম সবার সাথে সুনির মায়ের হাঁক
দেখো দেখো যাচ্ছে শেয়াল যাচ্ছে শোনা ডাক।
ছুটে গিয়ে উঁকিঝুঁকি বাঁশ বাগানে দিলাম
শেয়াল ভায়ার একটু দেখা দেখতে নাহি পেলাম।
সন্ধ্যা হলেই ভাতের লোভে বেরিয়ে পড়ে ওরা
খিদের জ্বালায় কেঁদে কেঁদে ফেরে সারা পাড়া।
কয়েক বছর আগের কথা তাপ্পু ছোটো তখন
দেখে ছিলাম একটা শেয়াল সন্ধ্যা বেলা যখন।
এই বছরেই বেড়ে গেছে হাজার খানেক শেয়াল
খিদের জ্বালায় বেরিয়ে আসে করে নাকো খেয়াল।
খিদের জ্বালা বড় জ্বালা ওরাও সেটা বোঝে
তাই তো ওরা সন্ধ্যা হলেই ভাতের গন্ধ খোঁজে।