ভারতের ‘বিপদের বন্ধু’ কেনিয়া দিল ১২ টন খাদ্য
ওয়াসিম বারি,
বিপদের সময় বোঝা যায় কে আপণ কে পর? যে দেশ নিজেই খাদ্য সংকটে জেরবার। সেই দেশ মারণ ভাইরাস করোনা আবহে ১২ টন খাদ্য সামগ্রী পাঠালো। তাও নিজের দেশে উৎপাদিত খাদ্য তারা দিল্লি বিমানবন্দর হয়ে মুম্বাইয়ে পৌঁছে দিয়েছে তারা। এহেন বিপদের পাশে যথাযথ পাশে থাকবার বার্তা দিয়েছে পূর্ব আফ্রিকার ক্ষুদ্র দেশ কেনিয়া। যা নিয়ে আন্তজার্তিক মহলে কেনিয়ার এহেন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন দেশের প্রতিনিধিরা।ভারতের মধ্যে মহারাষ্ট্র রাজ্যে খাদ্য সংকট চরমে।তাই কেন্দ্র এই খাদ্য সামগ্রী রেড ক্রশ সোসাইটির মাধ্যমে মহারাষ্ট্র সরকার কে বন্টণের দায়িত্ব দিয়েছে। ভারতে অবস্থিত কেনিয়ার দুতাবাসে এই খবর জানানো হয়েছে।