ভারত জাকাত মাঝি পারগাণা মহলের তৃতীয় প্রকাশ্য সমাবেশ

Spread the love

ভারত জাকাত মাঝি পারগাণা মহলের তৃতীয় প্রকাশ্য সমাবেশ

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গণপুর, পূর্ব বর্ধমান-:

   ভারত জাকাত পারগাণা মহলের মঙ্গলকোট ব্লক কমিটির উদ্যোগে ১০ ই নভেম্বর গণপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার তৃতীয় প্রকাশ্য সমাবেশ। জেলার ২৩ টি ব্লক ছাড়াও অন্যান্য জেলা থেকে আগত সহস্রাধিক প্রতিনিধি এই সমাবেশে যোগ দেন। মূলত আদিবাসী সমাজের ধর্মীয় কৃষ্টি কালচার নিয়ে সমাবেশে আলোচনা করা হয়। পাশাপাশি অত্যাচারের হাত থেকে আদিবাসী সমাজকে রক্ষা করা, সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যাতে আদিবাসী সমাজ বঞ্চিত না হয়, জাল শংসাপত্র ইত্যাদি নানান বিষয়েও আলোচনা করা হয় ও উপস্থিত প্রতিনিধিদের সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়। 

   এর আগে একটি মোটরসাইকেলে র‍্যালি হয়। এই র‍্যালি স্থানীয় আদিবাসী অধ্যুষিত এলাকা ঘুরে বেড়ায়। পাশাপাশি গণপুর গ্রামে একটি পদযাত্রা বের হয়। মাদলের তালে তালে আদিবাসী মহিলাদের নৃত্য উপভোগ করার জন্য রাস্তার দু'পাশে ভিড় হয় যথেষ্ট। 

  সমাবেশে প্রধান অতিথি হিসাবে     উপস্থিত ছিলেন রবীন টুডু( দিশম পারগাণা বাবা)। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. এম সরেন (দিশম গডেৎ বাবা), পরমেশ্বর মাণ্ডি(দিশম জগ পারগাণা বাবা), বিজয়চন্দ্র সরেন (পনত পারগাণা বাবা), বিজয়চন্দ্র সরেন (পঃবঃ পনত জগ্ পারগাণা বাবা), তারাপদ মুরমু  (পঃবঃ পনত পারাণিক বাবা), রবিনাথ মাণ্ডি) প্রমুখ। সমাবেশটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেন গণপুর-জালপাড়ার মাঝিবাবা গোপী মাড্ডি, মঙ্গলা কিস্কু, প্রশান্ত কোঁড়া, দীপাশ্রী কোঁড়া প্রমুখ।

 উদ্যোক্তাদের পক্ষ থেকে আদিবাসী রীতি মেনে সমস্ত অতিথদের বরণ করা হয় এবং আগত অতিথিদের স্বাগত জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *