আশিস কুমার ঘোষ, কলকাতা: 
১৮ তম ভারত সংস্কৃতি উৎসব আগামী ১৮ থেকে ২২ শে ডিসেম্বর পর্যন্ত পূর্ব বর্ধমানের টাউন হল ময়দান ও অডিটোরিয়ামে এবং ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বেহালা ব্লাইন্ড স্কুল গ্রাউন্ড ও বেহালা শরৎ সদনে অনুষ্ঠিত হতে চলেছে। উচ্চমানের সৃজনশীল ক্রিয়া-কলাপের একটি প্রাণবন্ত এবং উচ্চাভিলাসী অনুষ্ঠানের আয়োজন। যার মূলে শাস্ত্রীয় সংগীত সহ সংগীত ও নৃত্য এবং শিল্পকলার একটি অনন্য অনুষ্ঠান উপস্থাপনা করা। ভারতীয় সংগীত ও কলার প্রচার, বিশ্বের দরবারে ভারতীয় সংস্কৃতির শ্রেষ্ঠত্বের শিরোপা বজায় রাখা এবং শিশু মনের সাংস্কৃতিক বিকাশ, কিশোর মনকে ভারতীয় সংস্কৃতির ছায়ায় প্রতিপালন করা, বর্তমান সামাজিক অস্থিরতা থেকে মুক্তির জন্য ভারতীয় সংগীত ও নৃত্যের মাধ্যমে আপামর জনগণের সাংস্কৃতিক মনের বিকাশ ঘটানো এই উৎসবের মূল লক্ষ্য। উৎসবের আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবী দীপক সরকার জানালেন এ বছর তারা ইতিমধ্যে ভিয়েতনাম, দুবাই, থাইল্যান্ড, মালয়েশিয়া এই চারটি দেশে আন্তর্জাতিক উৎসব ভারত সংস্কৃতির যাত্রা অনুষ্ঠিত করেছে । এই সমস্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠিত শিল্পী ছাড়াও ভারত সংস্কৃতি উৎসবে সমস্ত সফল প্রতিযোগী বিনামূল্যে বিদেশ যাত্রার সুযোগ পেয়েছিলেন এবং বিভিন্ন স্থান অধিকারী সফল প্রতিযোগিতা এসব অনুষ্ঠানে অনুষ্ঠান করার সুযোগ পেয়েছেন আগামী বছরেও ভিয়েতনাম সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এবং সুইজারল্যান্ডে ভারত সংস্কৃতি যাত্রা অনুষ্ঠিত হবে অনুষ্ঠান করার সুযোগ পাবে। এছাড়া বিগত বছরের মতো সফল প্রতিযোগী গণকে বিদেশে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। উৎসবের অন্যতম কর্ণধার বিশ্বখ্যাত সন্তুর বাদক পণ্ডিত তরুন ভট্টাচার্য জানালেন এবছর এই সংস্থা ত্রিধারা সম্মিলনী ও বর্তমান পত্রিকার উদ্যোগে বর্ষসেরা শাস্ত্রীয় সংগীতের আসরের আয়োজন করেছে কলকাতা নজরুল মঞ্চে। আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর সারা রাত্র ব্যাপি বিশ্বের সমস্ত প্রথিতযশা শিল্পীরা অংশগ্রহণ করবে এই সম্মেলনে। সম্প্রতি কলকাতা প্রেসক্লাবে এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন পন্ডিত তরুণ ভট্টাচার্য, প্রফেসর ডাঃ মমতাজ সংঘমিত্রা, পন্ডিত মল্লার ঘোষ, ডক্টর সঞ্চিতা ভট্টাচার্য ও দীপক সরকার।

 
			 
			 
			