ভালোবাসার ঘ্রাণ
শুভা রায় (কলকাতা)
তোমার কাছে বারবার ছুটে যাই ….
জানি না কিসের টানে ?
হয়তো তোমার নীল আঁখির পলকে নিজেকে খুঁজে ফিরি..
অথবা মায়ার বাঁধনে জড়িয়েছি অজান্তে, গভীর সংগোপনে!
তাই এই দুর্নিবার,অপ্রতিরোধ্য আকর্ষণ !
ঘন্টার পর ঘন্টা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকি তোমার বিশালতার দিকে ! আর পরিমাপ করি নিজের ক্ষুদ্রতার !
কত সহজেই তুমি ছুঁয়ে থাকো সূর্যকে..
তার উদয় কিংবা অস্ত বেলায় !
আকাশের নীলে অনায়াসে মিশিয়ে দাও নিজের শরীরের সবটুকু রং !
কত কি শিখিয়েছো তুমি,,
দেখেছি যেখানে তোমার গভীরতা,,সেখানে তুমি কতটা স্থিতধী, শান্ত !
কেমন যেন বিষণ্ণ নিস্তব্ধতা !
আবার এই তুমিই যখন মহা কোলাহলে বালুরাশির উপর সমস্ত শক্তি উজাড় করে আছড়ে পড়ো,,
মনে হয় তুমি কি ভয়াল,ভয়ংকর,নিষ্ঠুর !
কত শত মানুষকে তুমি আনন্দ দাও তুমি নিজেই জানো না!
তোমার কাছে এসে জীবনের রোজনামচার একঘেয়েমি কাটিয়ে এক বুক সতেজতা নিয়ে
পুলকিত চিত্তে তারা আবার ফিরে যায়
নিজ নিজ অবস্থানে !
কারুর ঔদ্ধত্য তুমি বরদাস্ত করোনি কোনদিন!
তোমার বিপুলতা, তোমার অসীম শক্তিকে যারা উপেক্ষা করেছে,,
তারা তোমার করাল গ্রাস থেকে নিস্তার পায়নি !
আবার যারা তোমার শক্তিকে সম্ভ্রম করে, তাদের তুমি অন্তহীন নির্মল খুশি উপহার দিয়েছো দুহাত ভরে!
নদীগুলি যখন প্রবল আকাঙ্খায় মিশে যেতে চায় তোমার অন্তহীনতায়–
তুমি সাদরে, পরম যত্নে তাদের গ্রহণ করো সীমাহীন উদারতায় !
ওগো সুনীল সাগর তোমাকে দেখে দেখে
মেটে না যেন আশ,
তুমি জানো আর আমি জানি
আমার মননে তোমার বাস !!