ভালোবাসা দেবে না তুমি?,
শ্যামল রায়,
তোমাকে শোনাব সমুদ্রের গর্জন
তোমাকে দেবো নির্ভেজাল
একটা উঠান ভরা ভালোবাসা
ভালোবাসা দেবে না তুমি?
তোমাকে দেবো একটা সকাল বেলা
তোমাকে দেবো শিউলি ফুল বাগান
কখনো তুলে দেব শিমুল পলাশ
কৃষ্ণচূড়া জুঁই ফুলের ডালি
হ্যাঁ গো ?তুমি ভালোবাসা দেবে না আমায়?
বলো বলো একবারের জন্য হলেও বলো
আমিতো সর্বক্ষণ অপেক্ষায় থাকি
তোমায় একটু ভালোবাসা দেবো
একটুখানি ছোঁয়া লাগিয়ে বলবো
আমি অনেকটাই পাহাড় টপকে যেতে পারবো
তোমার খুব কাছাকাছি বসবো পাশাপাশি
একটা বিকেল বেলায় সবুজ ঘাসে
বলো বলো তুমি আমায় ভালোবাসা দেবে না?
তুমি ভালোবাসা দিলে আমি ঝর্ণায় ভিজতে পারি
তুমি ভালোবাসা দিলে রোদ্দুরে অপেক্ষা করতে পারি
তুমি ভালোবাসা দিলে নদী সাঁতারে ছুতে পারি
তুমি ভালোবাসা দিলে এক চাদরে ঘুমোতে পারি
তুমি ভালোবাসা দিলে রাত জেগে ভাবতে পারি
তুমি ভালোবাসা দিলে দেশ ও গড়তে পারি
দায় বোধে দায়িত্ব নিয়ে লড়তেও পারি
তোমায় একটু ভালোবাসার জন্য
তোমার জন্য রোদ্দুরে দাঁড়াতে পারি
তোমার জন্য ঝড়ি বৃষ্টিতে ভিজতেও পারি
শুধুই তুমি একটু ভালোবাসা দিয়ো
বলো বলো তুমি কি ভালোবাসা দেবে না?