ভালোবাসি
গোপা ভট্টাচার্য্য
রাখিনি হিসেব কাকে কতটা ভালোবেসেছি…
উদাসীনতার আঁধার ঘুচিয়ে ভরসার প্রদীপ জ্বালাতে চাই মুমূর্ষু মনেদের ঘরে ..
গ্রীষ্মের ক্লান্তি মুছে স্নিগ্ধতা নামুক রাধাচূড়ার শীতল মমতার আঁচলের ছোঁয়ায়…
পূবের জানালা গলে প্রভাত সুবাস ছড়ায় আলোয় মিশে, সেও ভালোবেসে..
পশ্চিমের অস্তরাগ রঙিন আভায় মিলেমিশে শেষ চুম্বন মাখিয়ে যায় বসন্তের আবেশে..
ভালোবাসারও রূপ রস রং গন্ধ থাকে .. অনুভূতির বাহুপাশে জড়িয়ে থাকে ভিন্ন সুর তালে..
অনুভবে ছুঁতে পারি অন্তরের নির্ভেজাল সম্পর্ককে…
নাম গোত্রহীন সম্পর্ক বেড়ে ওঠে মনের গহীনে অর্কিডের মতো;
এইটুকু জীবনে কে কাকে কতটা জানতে বা চিনতে পারি?
দুরন্ত চাকায় ঘুরছে জীবন,
কে কার মনের হদিস রাখতে পারি…?
তবু ভালোবাসায় জড়িয়ে থাকে ভুবন, জয় হোক শুধু ভালোবাসারই।।