‘ভাল লেখক হতে হলে তাকে ভাল পাঠক হতে হবে’অধ্যাপক শাহজাহান কবীর

Spread the love

‘ভাল লেখক হতে হলে তাকে ভাল পাঠক হতে হবে’
অধ্যাপক শাহজাহান কবীর

কাজী নূর।। দেশের অন্যতম বড় বিদ্যাপীঠ যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও পাঠচক্র বিষয়ক সংগঠন ‘সপ্তাহে একটি বই পড়ি’র প্রতিষ্ঠাতা মোঃ শাহজাহান কবীর বলেছেন, ‘ভালো লেখক হতে হলে তাকে ভালো পাঠক হতে হবে। বই পড়ার বিকল্প নেই। জ্ঞান বিজ্ঞান বিকাশে অবশ্যই বই পড়তে হবে। জীবনে বেঁচে থাকতে হলে পড়তে হবে। সৃষ্টিশীল মানুষের সৃষ্টকর্মগুলো আমাদের পড়তে হবে এবং পড়াতে হবে।’ ৩ নভেম্বর শুক্রবার সকালে দক্ষিণ বাংলার অন্যতম বৃহত্তম সাহিত্য সংগঠন ‘বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে ২৩১তম মাসিক সাহিত্য সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক মোঃ শাহজাহান কবীর।

বিএসপির সাহিত্য সভায় প্রধান আলোচক হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মোঃ মুস্তাফিজুর রহমান বলেছেন, কবিতা, গল্প, প্রবন্ধ লিখতে হলে অবশ্যই তাকে পড়তে হবে। একজন ভালো লেখক হতে হলে তাকে ভালো পাঠক হতে হবে। নতুবা লেখক হওয়া সম্ভব না। বই পড়ে জ্ঞান অর্জন- বিতরণ করতে হবে। আমাদের সকলকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় সাহিত্য সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি, ডাঃ আহাদ আলী, কবি এমএ কাসেম অমিয়, কবি এবং গীতিকার রাজ পথিক এবং ‘সপ্তাহে একটি বই পড়ি’ আন্দোলনের নির্বাহী সদস্য সামিউল আলম।

সভায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, বিএসপির সাবেক সভাপতি কবি আবু দাউদ মোসলেহ উদ্দীন রতন, আহমেদ মাহবুব ফারুক, কাজী নূর, সঞ্জয় নন্দী, অ্যাড. মাহমুদা খানম, সহকারী অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস, রেজাউল করিম রোমেল, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান, এমএম মনিরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *