ভাষা সংসদ অনুবাদ পত্রিকা আয়োজিত অনন্য সৃজন সম্মান প্রদান অনুষ্ঠান

Spread the love

ভাষা সংসদ অনুবাদ পত্রিকা আয়োজিত অনন্য সৃজন সম্মান প্রদান অনুষ্ঠান

সম্প্রতি (২০ এপ্রিল,) ভবানীপুর এডুকেশন সোসাইটি হলে অনুষ্ঠিত হল ‘ ‘ভাষা সংসদ’ ও অনুবাদ পত্রিকা আয়োজিত “ভাষা সংসদ অনন্য সৃজন সম্মান” প্রদান অনুষ্ঠান। অনুবাদ সাহিত্যে সৃজনশীল সাহিত্যিক,সাংবাদিকদের সম্মাননা, আন্তর্জাতিক নারীদিবসে অরূপ আাচার্যকে ” কবি চন্দ্রাবতী স্মৃতি স্মারক সম্মান ” প্রদানের পাশাপাশি তারা শিল্প সংস্কৃতির অঙ্গনে আর একটি নতুন পালক যোগ করলেন।
কর্ণধার কথাসাহিত্যিক বিতস্তা ঘোষাল জানিয়েছেন, শিল্প, সাহিত্য, বিজ্ঞান চিরদিন পরস্পর চিন্তা ও মননে এক সূত্রে বাঁধা। এসব মিলেই একটি বৃত্ত গড়ে ওঠে। একটাই মালা গাঁথা হয়। কেবল ফুলগুলো আলাদা। সব কিছুরই লক্ষ সৃষ্টি, শান্তি ও ভালোবাসা,যা ছাড়া কোনও কাজই সম্পূর্ণ হতে পারে না।
এ কথা স্মরণে রেখেই, যাঁরা কোনও না কোনও ভাবে নির্দিষ্ট পেশার পাশাপাশি সৃজনশীল কাজে যুক্ত তেমনই পাঁচ ব্যাক্তিত্ব- চিত্রশিল্পী ও প্রাবন্ধিক সুব্রত ঘোষ, স্নায়ুশল্যবিদ, লেখক ডা. অমিতাভ চন্দ, চলচ্চিত্র পরিচালক, তথ্যচিত্র নির্মাতা ও নাট্যব্যক্তিত্ব শঙ্খ ঘোষ, মনোচিকিৎসক, লেখক, কবি ডা. দেবাঞ্জন পান ও বৈজ্ঞানিক তথা অলঙ্কারশিল্পী আনন্দী ভট্টাচার্যকে “ভাষা সংসদ অনন্য সৃজন” সম্মানে ভূষিত করেন।
এই সারস্বত সন্ধ্যায় কৃতি ব্যক্তিত্বদের সম্মান জ্ঞাপন করেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় ও শিশু সুরক্ষা অধিকার আয়োগের পরামর্শদাতা ও চলচ্চিত্র পরিচালক অভিনেত্রী সুদেষ্ণা রায়।
কৃষ্টি এবং তার সঙ্গে সম্পৃক্ত বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্রে যুক্ত কৃতিদের প্রতি এই সম্মাননা জ্ঞাপন উপস্থিত শ্রোতা অতিথিদের আপ্লুত করেছে।প্রসঙ্গত এই ধরনের সম্মাননা প্রদান বিশেষ করে অলঙ্কার শিল্পে অভিনব ও প্রথম ব’লেই বিশেষ অতিথিরা মন্তব্য করেন।এবং অনুবাদ সাহিত্যের পাশাপাশি একাজও যে বৈচিত্র্য পূর্ণ এ কথাও তাঁদের বক্তব্যে উঠে আসে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবেক চট্টোপাধ্যায় ও সুদীপ্তা মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *