ভোটের প্রাক্কালে বিমল গুরঙ্গের মামলা মুক্তিতে স্থগিতাদেশ জারী চেয়ে মামলা বিজেপির

Spread the love

মোল্লা জসিমউদ্দিন,


আনিসুর রহমানের খুনের মামলা থেকে নন্দীগ্রামে জমি আন্দোলনে ফৌজদারি মামলায় ইতিমধ্যেই রাজ্য সরকার ব্যাকফুটে। একাধারে আনিসুর রহমান যেমন নিম্ন আদালতের নির্দেশে ছাড়া পেলেও হাইকোর্টের নির্দেশে জেল হেফাজতে যেতে হয়।আবার নন্দীগ্রামে জমি আন্দোলনে ফৌজদারি মামলায় নিম্ন আদালতের মামলা প্রত্যাহারের নির্দেশে স্থগিতাদেশ জারী করে থাকে হাইকোর্ট। এমনকি নিম্ন আদালতে নন্দীগ্রামে জমি আন্দোলনে ফৌজদারি মামলায় বেশিরভাগ অভিযুক্তদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করা হয়েছে। ওয়ারেন্ট প্রাপ্তদের মধ্যে আবার মুখ্যমন্ত্রীর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের মূল নির্বাচনী এজেন্ট সেখ সুফিয়ান আছেন। ঠিক এইরকম পরিস্থিতিতে পাহাড়ের গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরঙ্গের নিম্ন আদালতের মামলা প্রত্যাহারে স্থগিতাদেশ জারী চেয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দাখিল করা হয়েছে। অঙ্কুর শর্মা নামে এক বিজেপি নেতা দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা টি দাখিল করেছেন। আগামী সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস এক এবং একমাত্র নির্বাচনী জোট শরিক বিমল গুরঙের গোর্খা জনমুক্তি মোর্চা কে ৩ টি আসন ছেড়েছে পাহাড় এলাকায়। একদা বিজেপির জোট শরিক নেতা বিমল গুরঙের বিরুদ্ধে ৭০ টির বেশি ফৌজদারি মামলা রুজু করা হয়েছিল।খুন থেকে সরকারি সম্পত্তি লুটপাট, অগ্নিসংযোগ, মারধর, হুমকি সর্বপরি দেশদ্রোহিতার মামলা ছিল তাতে।শুধু তাই নয় রাজ্য সরকারের এক পুলিশ অফিসার অমিতাভ মালিক খুনে নাম জড়িয়েছিল এই  পাহাড়ি নেতার।গত ২০১৭ সালের পর থেকে এইসব মামলা গুলি দাখিল হয়ে থাকে।সেসময় প্রকাশ্যে বিমল গুরঙ এবং তাঁর দলবদল কে দেখা পাওয়াটা দুস্কর ছিল।সম্প্রতি, হঠাৎই কলকাতায় পুলিশি পাহাড়ায় দেখা মিলে ‘ফেরার’ বিমল গুরঙের। রাজনৈতিক মহলে জানা যায়, তৃনমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোরের ধারাবাহিক প্রচেষ্টায় বিমল গুরঙ্গের সাথে রাজনৈতিক রফা হয় শাসক দলের। তারই পরিণতি হিসাবে জামিন অযোগ্য গুরতর ধারায় ৭০ টির মত ফৌজদারি মামলা নিম্ন আদালত থেকে রাজ্য সরকার প্রত্যাহার করে থাকে। রাজ্যের সরকারি আইনজীবীদের আবেদনে নিম্ন আদালত থেকে মামলা প্রত্যাহারে স্থগিতাদেশ জারী চেয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার  দুপুরে কলকাতা হাইকোর্টে মামলা দাখিল করেন অঙ্কুর শর্মা নামে এক বিজেপি নেতা। আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। যেভাবে সাম্প্রতিক সময়কালে খুনের মামলায় অভিযুক্ত আনিসুর রহমান কে পুনরায় জেলে পাঠিয়েছে হাইকোর্ট, পাশাপাশি নন্দীগ্রামে জমি আন্দোলনে ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিম্ন আদালতে ওয়ারেন্ট জারী করা হয়েছে হাইকোর্টের নির্দেশে। তাতে পাহাড়ি নেতা বিমল গুরঙ্গ কে নিয়ে দুশ্চিন্তা বহুগুণ বেড়ে গেল শাসক শিবিরে তা নিশ্চিতভাবে বলা যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *