ভোটের বোম? কাড়লো শিশুর জান

Spread the love

সেখ সামসুদ্দিন,

ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক হিংসা তত ছড়াচ্ছে। বোমের আঘাতে মৃত্যু হয়েছে এক শিশুর, আরেকজন আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সুভাষপল্লী এলাকার রসিকপুরে। ঘটনাস্থলে পৌঁছেছে বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, জেলা পুলিশ সুপার ভাষ্কর মুখার্জী, ডি এস পি হেড কোয়ার্টার সৌভিক পাত্র, নাশকতা দমন শাখার একটি দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধ‍ান চালায়। আরও বোমা মজুত রয়েছি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। চারদিক পুলিশ ব‍্যারিকেট দিয়ে ঘিরে রেখেছে ঘটনাস্থল। স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা এখানে বোম রেখেছিলো তা বোঝা যাচ্ছে না। এদিন সকালে দুটি শিশু খেলার সময় মাটি খুড়ছিলো সেখান থেকে একটি বলের মতো জিনিস পায় সেটাতে হাত দিতেই বিস্ফোরণ হয়। বোমের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর নাম শেখ আফরোজ। আহত হয় আর এক শিশু শেখ ইব্রাহিম।ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। স্থানীয়দের অনুমান, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে বোম ছোঁড়া হয়েছিলো, তার বলি হলো একটি নিঃস্পাপ শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *