ভোট এলে মঙ্গলকোটে হয় খুন

Spread the love

সুকান্ত ঘোষ,

  ; আসন্ন বিধান সভা ভোটের আগেই উত্তপ্ত হলো মঙ্গলকোট।যেভাবে গত পঞ্চায়েত ভোটের আগে ডালিম সেখ নামে এক তৃণমূল নেতা খুন হয়েছিলেন। গত মঙ্গলবার বিকেলে মঙ্গলকোটের নিগন গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কে লাঠি দিয়ে মারের অভিযোগ, অভিযোগের তির বিজেপির দিকে।যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করে ঘটনার দায় চাপিয়েছে তৃণমূলেরই উপর। নিগন গ্রামের ১৯৭ নম্বর তৃণমূলের বুথ সভাপতি  সঞ্জীত ঘোষ (৩৫) কে রাস্তায় ফেলে,লাঠি দিয়ে পিটিয়ে বেধড়ক মারের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।তবে তার আগেই মৃত্যু ঘটে এই নেতার।বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে।গত সোমবার  নিগন গ্রামে বিজেপির একটি সভা ছিল।মূল বক্তা ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।তৃণমূলের অভিযোগ এই সভা থেকে উস্কানিমূলক বক্তব্যের জেরে সঞ্জিত ঘোষ কে বেধড়ক মারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা । মঙ্গলকোট  সংখ্যালঘু সেলের  সভাপতিকেও মারে দুষ্কৃতীরা। হেলমেট থাকার কারণে চোট সেরকম লাগেনি।এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী। বুধবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিহত তৃণমূল নেতার দেহ ময়নাতদন্ত হয়।এদিন বিকেলে নিহত নেতার দেহ মঙ্গলকোটের নিগনে ফেরে।এই ঘটনায় বিজেপির ব্লক স্তরের কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মঙ্গলকোট থানায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *