ভোট প্রচারে রাইপুরের শবর কলোনিতে প্রার্থী অরূপ চক্রবর্তী

Spread the love

ভোট প্রচারে রাইপুরের শবর কলোনিতে প্রার্থী অরূপ চক্রবর্তী

। সাধন মন্ডল বাঁকুড়া:——-ভোটের প্রার্থী ঘোষণা পর থেকেই দিনরাত এক করে ভোট প্রচারে ব্যস্ত বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা তালডাংরা বিধানসভার বিধায়ক বিশিষ্ট সমাজসেবী অরূপ চক্রবর্তী। এখানে উল্লেখ্য আগামী ৮ ই এপ্রিল সোমবার জঙ্গলমহলের রাইপুর সবুজ সংঘ মাঠে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মাঝে দিনভর ভ্যাপসা গরম উপেক্ষা করে লোকসভা এলাকার প্রত্যন্ত গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ছুটে চলেছেন প্রার্থী অরূপ চক্রবর্তী আজ বিকেলে মোট গোদা গ্রাম পঞ্চায়েতের জিলাখানা শবরপাড়ায় হাজির হলেন দলীয় কর্মীদের নিয়ে। সেখানে গিয়ে শবর সম্প্রদায়ের মানুষদের সাথে কথা বলেন এবং জানতে চান পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্প গুলির সুবিধা সুযোগ তারা ঠিকমত পাচ্ছেন কিনা ।তাছাড়া তাকে সম্বর্ধনা জানাতে আসা কন্যাশ্রীদের সাথেও কথা বলেন তারা কন্যাশ্রী টাকা থেকে সাইকেল, বই ,ব্যাগ সহ অন্যান্য শিক্ষার সুযোগ-সুবিধা গুলি পাচ্ছেন কিনা তাও জানতে চান তাদের কাছ থেকে ।সবকিছু জেনে তাদের পড়াশোনার প্রতি আরো মনোযোগী হওয়ার উপদেশ দেন। তারা ঠিকমতো পড়াশোনা করলে সরকার তাদের পাশে রয়েছেন কেউ বলতে পারেনা কোথা থেকে কি বেরিয়ে আসে । তোমাদের মধ্য থেকেও ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি বিজ্ঞানী বেরিয়ে আসতে পারে।তোমাদের মত মেয়েরাই আজ বিশ্ব কাঁপিয়ে বেড়াচ্ছে। মেয়েদের শিক্ষাই আগামী প্রজন্মের উন্নতির মূল চাবিকাঠি। এরপর তিনি মটগোদার তিন শতাধিক বছরের প্রাচীন বাবা ধর্মরাজের মন্দিরে পূজো দিয়ে রোড শোতে অংশগ্রহণ করেন। আজকের প্রচার অভিযানে প্রার্থী অরূপ চক্রবর্তীর সাথে ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সদস্য তথা বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজকুমার সিংহ, বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার। রাইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সঞ্জয় মন্ডল, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ, শিক্ষক নেতা গৌতম বিশ্বাস, শান্তি নাথ মন্ডল সহ মটগোদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। মটগোথা রোড শো সেরে তিনি সন্ধ্যায় রাইপুর সবুজ সংঘের মাঠে এসে হাজির হন এবং আগামী সোমবারের নির্বাচনী সভার কাজকর্ম খতিয়ে দেখেন। এখানে উল্লেখ আজ চরম দাবদাহ কে উপেক্ষা করে দিনভর হেলিপ্যাড তৈরি ও মঞ্চ তৈরির কাজ তদারকি করেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু ও রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাত। সন্ধ্যায় মাঠে আসেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব শিবাজী বন্দ্যোপাধ্যায় ও সন্দীপ বাউরী । এছাড়া মাঠে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক বাপ্পাদিত্য মন্ডল, বিশিষ্ট সংগঠক তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা ও সমাজসেবী গণেশ মাহাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *