ভোট বয়কটের ডাকে নির্বাচন কমিশনের গ্রামে পরিদর্শন
সেখ সামসুদ্দিন, ১০ মেঃ মেমারি থানার দিলালপুর গ্রামে ডিভিসি ক্যানেলের উপর কাঠের সেতু পাকা করার দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় এলাকাবাসীরা ভোট বয়কটের ডাক দিয়ে বিভিন্ন এলাকায় পোস্টার দেয়। তার পরিপ্রেক্ষিতে আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অন্যান্য বেরা, ডিইও শুভেন্দু সাঁই সহ অন্যান্য অফিসার, পুলিশ প্রশাসন সহ কেন্দ্রীয় বাহিনী এলাকা পরিদর্শন করেন এবং গ্রামবাসীদের ভোট দেওয়ার আহবান জানান। বিডিও এলাকা পরিদর্শন করে গ্রামবাসীদের দাবি যথাযথ বলে তিনি গ্রামবাসীদের বোঝান ‘ভোট বয়কট সমাধান নয়। আপনারা ভোট দিয়ে নাগরিক হিসেবে দায়িত্ব পালন করুন। নির্বাচন মিটে গেলে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।’