ভ্রাম্যমান চিকিৎসা গাড়ি বিষয়ক আলোচনা সভা- নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
দুয়ারে সরকার, দুয়ারে রেশন এরপর দুয়ারে স্বাস্থ্য পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন পরিকল্পনা। বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি ঘোষণাও করে দিয়েছেন। এবার জেলা ভিত্তিক বন্টনের বন্দোবস্ত। সেই মোতাবেক বীরভূম জেলায় আসতে চলেছে দুটি ভ্রাম্যমাণ চিকিৎসা গাড়ি। যার মধ্যে সিউড়ি ও দুবরাজপুর বিধানসভা ক্ষেত্র হিসেবে দুটি বিধানসভা কেন্দ্রের জন্য বরাদ্দ করা হয়েছে। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের আওতাধীন রয়েছে দুবরাজপুর ও খয়রাসোল ব্লক এলাকা। সেই প্রেক্ষিতে মঙ্গলবার খয়রাসোল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ সঞ্জয় হোসেন খয়রাসোল ব্লকের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সহ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভ্রাম্যমাণ চিকিৎসা গাড়ির পরিষেবা বিষয়ক রূপরেখা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কল্যাণ দাস, দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ তিন থানার পুলিশ আধিকারিক গন।ভ্রাম্যমাণ চিকিৎসা গাড়ি এলাকায় গেলে স্থানীয় প্রধান এবং পুলিশ প্রশাসনের কাছে কি ধরনের সহযোগিতা পাওয়া যাবে সে সম্পর্কে একপ্রস্থ আলোচনা হয়।তাছাড়া খয়রাসোল ব্লকের প্রত্যন্ত এলাকা চিহ্নিতকরণ। বিশেষ করে যেসমস্ত এলাকায় চিকিৎসা পরিষেবা ঠিকঠাক পৌঁছে না। যেখানে শিবির অনুষ্ঠিত হবে সেখানে গর্ভবতী মা থেকে শুরু করে শিশু সহ বিভিন্ন বয়সের লোকজন আসবে তাদের বসার ব্যবস্থা, ঘর বা মাথার উপর ছাউনি, পানীয় জলের ইত্যাদির ব্যবস্থা গ্রহণ। প্রতিটি শিবিরে আনুমানিক দুইশতাধিক লোকের সমাগম ঘটবে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের সহযোগিতা দরকার। সবাইকে নিয়ে সুষ্ঠুভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রাথমিক আলোচনা বলে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন খয়রাশোল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ সঞ্জয় হোসেন।
