ভ্রাম্যমান চিকিৎসা যান ও চিকিৎসা পরিষেবার সূচনা

Spread the love

ভ্রাম্যমান চিকিৎসা যান ও চিকিৎসা পরিষেবার সূচনা

সেখ সামসুদ্দিন, ২২ নভেম্বরঃ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ মেমারি হাসপাতাল থেকে সূচনা হলো ভ্রাম্যমান চিকিৎসা যান। সূচনায় ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি এক ব্লক জয়েন্ট বিডিও অনন্যা বেরা, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা সহ স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী সহ কাউন্সিলরবৃন্দ, মেমারি ১ সমষ্টি স্বাস্থ্য উন্নয়ন আধিকারিক ডাঃ দেবাশীষ বালা সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ। পরে এসে যোগ দেন পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়রাম হেমরম, এসিএমওএইচ ডাঃ হর্ষ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেমারি হাসপাতাল থেকে ভ্রাম্যমান চিকিৎসা যানের সূচনা করে গাড়িসহ অতিথিবৃন্দ দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পূণ্যগ্রাম কমিউনিটি হলে প্রথম পরিসেবা চালু করা হয়। সিএমওএইচ জানান পূর্ব বর্ধমান জেলায় মোট বারোটি ভ্রাম্যমান যান পাবে যার মধ্যে আজ চালু হচ্ছে পাঁচটি। যার মধ্যে মেমারি, পূর্বস্থলী উত্তর, আউসগ্রাম, খন্ডঘোষ ও মঙ্গলকোট বিধানসভা এলাকা। আরো দুইটি কালনা ও কেতুগ্রামের জন্য দুই একদিনের মধ্যেই এসে যাবে বলে জানান। এই ভ্রাম্যমান চিকিৎসা যান দুর্গম ও পশ্চাৎপদ এলাকায় অগ্রাধিকার পাবে, যা রোগী কল্যাণ সমিতি ও প্রশাসনিক কর্তারা ঠিক করবেন। আজ পূণ্যগ্রাম কমিউনিটি হলে প্রচুর রোগীর সমাগম দেখা যায়। সেখানে সমস্ত রকম স্বাস্থ্যপরিসেবা পাওয়া যাবে বলে জানান সিএমওএইচ। বিধায়ক বলেন আজ প্রথম শুরু হচ্ছে প্রথমদিকে পরিষেবা দিতে গিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে খুব শীঘ্রই সব সমস্যা কাটিয়ে পূর্ণরূপে অত্যন্ত ও পশ্চাৎপদ এলাকায় চিকিৎসা পরিষেবা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *