মঙ্গলকোটের ন’পাড়ায় আগুনে পুড়লো ধান

Spread the love


মঙ্গলকোটের ন’পাড়া গ্রামে গ্রাম্য বিবাদের জেরে পুড়ে ছাই হয়ে গেল পাঁচ বিঘা জমির ধান ও কৃষি কাজের বেশ কিছু জিনিস লিখিত অভিযোগ থানায়।

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ন’পাড়া গ্রামে গতকাল রাত্রে এক কৃষকের নাম সেখ বদরুদুজা তার খামারে থাকা পাঁচ বিঘা জমির ধান ও খড়ের পালিয়ে আগুন লেগে যায় ।

স্থানীয় মানুষজনদের তৎপরতায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিভানো সম্ভব হয়। ততখোনে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার মতো ক্ষতির মুখে পড়েন ওই কৃষক।
তিনি এ বিষয়ে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন।

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ পাওয়া গেছে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

বদরুদুজা জানান, আমি রাত্রি দুটোর সময় দেখতে পাই আমার খামার বাড়িতে আগুন লেগে গেছে। আমি ডাকাডাকি করলে গ্রামের মানুষজন এসে আগুন নেভায়। এ বিষয়ে আমি লিখিত অভিযোগ করি থানায়।

মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *