আমিরুল ইসলাম,
মঙ্গলকোটের এক গ্রামে ধানের পালুুই তে বিধ্বংসী আগুন,অভিযোগের তির বিজেপির দিকে, এলাকায় উত্তেজনা।
গতকাল রাত্রে মঙ্গলকোটের পালিগ্রাম ,গ্রাম পঞ্চায়েতের, বারগ্রামে ধানের পালুইয়ে বিধ্বংসী অগ্নি। আনুমানিক সাত লক্ষ টাকার ক্ষতি। ঘটনায় রাজনৈতিক রঙ। তৃণমূলের অভিযোগ , অগ্নিসংযোগের পিছনে বিজেপি।
গতকাল মাঝ রাতে হঠাৎই দাও দাও করে জ্বলতে থাকে বিশ্বজিৎ ঘোষ, মহাদেব ঘোষ ও ভাগচাষী শংকর সরদার ও খেনো মন্ডলের ধান কেটে এনে খামারে জড়ো করে রেখেছিল পালুই বেঁধে। সেই ধানের পালুইয়ে রাত্রে অন্ধকারে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।
এই চারজন চাষির প্রায় বিঘা ধানের জমি ধান যার আনুমানিক বাজার মূল্য লক্ষ টাকা। সব পুড়ে ছাই হয়ে গেছে।
ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশ্বজিৎ ঘোষ, মহাদেব ঘোষ, শংকর সরদার ও খেনো মন্ডল তৃণমূল পার্টি করতেন।তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে ।
কৃষক বিশ্বজিৎ ঘোষ জানান , আমার চরম ক্ষতি হয়ে গেল। রাজনীতি করি বলে এইভাবে আমাকে আক্রমন করবে ভাবতেও পারিনি, আমার অনুমান বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের এই কাজ করেছে। আমি লিখিত অভিযোগ জানাবো মঙ্গলকোট থানায়।
আমি চাই দোষীদের দৃষ্টান্তমূলক সাজা পাক।
অপরদিকে মঙ্গলকোট ব্লক বিজেপির কনভেনার দীনেশ সাঁতরা জানান, তারা এ ধরনের রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি সব সময় মানুষের সঙ্গে থাকে, পাশে থাকে