আমিরুল ইসলাম,
মঙ্গলকোটের বনপাড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।
করনা ভাইরাসের জেরে দু’বছর মানুষ নাজেহাল।
মাঝেমধ্যেই সরকারকে করোনাভাইরাস ঠেকাতে লকডাউন করতে হচ্ছে।
যার ফলে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়ছেন।
অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ছে।
সেই সমস্ত কথা চিন্তা করে মঙ্গলকোটের বনপাড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো বনপাড়া গ্রামে।
প্রায় চল্লিশটি দারিদ্র পরিবারের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, সয়াবিন ইত্যাদি খাদ্য সামগ্রী দেওয়া হয়।
বনপাড়া জনকল্যাণ সমিতির সেক্রেটারি শেখ জিয়াউল হক জানান, আমরা সারা বছর নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে।
আজ মন পাড়া গ্রামের দুস্থ মানুষের কথা চিন্তা করে আজ কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম আগামীতে আরো মানুষের পাশে থাকার চেষ্টা করব।