মঙ্গলকোটের ৪৯ নং মন্ডলে বিজেপির অভূতপূর্ব মিছিল

Spread the love

জ্যোতিপ্রকাশ মুখার্জি,


পশ্চিম মঙ্গলকোটের ৪৯ নং মণ্ডলের পক্ষ থেকে গত ৩ রা জানুয়ারি পালিগ্রাম অঞ্চলের বারগ্রাম ও তালডাঙায় এক মিছিল ও সভার আয়োজন করা হয়। কৃষান মোর্চার জেলা সভাপতি আনন্দ রায়, রাজ্য সদস্য গোপাল চট্টোপাধ্যায়, মহিলা মোর্চার সম্পাদিকা অনন্যা ঘোষ, মঙ্গলকোট বিধানসভার কনভেনার দিনেশ সাঁতরা, ৪৯ নং মন্ডল সভাপতি সমীর দাস, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ লাহা, শান্তি ঘোষ, মন্ডল কৃষান মোর্চার সভাপতি অঞ্জন ঘোষের সঙ্গে বিজেপির স্হানীয় নেতা-কর্মী ও বহু সাধারণ মানুষ মিছিলে পা মেলান। বারগ্রামের পদ্মপুকুর পাড় থেকে শুরু হওয়া মিছিল তালডাঙার মধ্যে দিয়ে প্রায় দুই কিমি পথ অতিক্রম করে পদ্মপুকুর পাড়ে এসে শেষ হয়। সেখানে আয়োজিত জনসভায় বিজেপির নেতারা কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের প্রশংসা করেন এবং কৃষি আইনের উপকারিতা জনগণের সামনে তুলে ধরেন। নয়া কৃষি আইন নিয়ে কৃষক সহ সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য বিরোধীদের তীব্র সমালোচনা করেন। একইসঙ্গে তৃণমূল সরকার ও স্হানীয় নেতাদের দূর্নীতি মানুষের সামনে তুলে ধরেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার জন্যও তারা আবেদন করেন।
মূলত পালিগ্রাম অঞ্চল ও চানক অঞ্চলের একটা অংশের মানুষ মিছিলে পা মেলালেও মিছিলে ভিড় হয় যথেষ্ট। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
প্রসেনজিৎ লাহা বলেন – মিছিলে মাত্র দেড়খানা অঞ্চলের মানুষের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে এই এলাকার মানুষ তৃণমূলের পরিবর্তে বিজেপিকে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *