মঙ্গলকোটের ধারসোনা গ্রামে ধর্মীয় রীতি মেনে মহা ধুমধামে পালিত হল নবী দিবস।
জলসার আয়োজন করে কমিটি।
বেশ কয়েক বছর ধরে মঙ্গলকোর্টের ধারসোনা গ্রামে পালিত হচ্ছে নবী দিবস।
আর এই নবী দিবস উপলক্ষে গ্রামে বসে মেলা।
তবে কচিকাঁচাদের উদ্দীপনা ছিল চোখের পড়ার মতো।
জলসা শেষে উপস্থিত সকল ধর্মের মানুষকে খিঁচুড়ি ভোগ খাওয়ানো হয়।
এই জলসা থেকে শান্তির বার্তা দেন জলসা কমিটির সদস্যরা।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।