মঙ্গলকোটে পুরাতনহাট গ্রামে শতাধিক বছরের ধর্মীয় রীতি মেনে পালিত হল মা মঙ্গলচন্ডীর পুজো,

Spread the love


মঙ্গলকোটে পুরাতনহাট গ্রামে শতাধিক বছরের ধর্মীয় রীতি মেনে পালিত হল মা মঙ্গলচন্ডীর পুজো,

মহাভোগ খেলেন দুই জেলার হাজার হাজার মানুষ।

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পুরাতনহাট গ্রামের শেষ প্রান্তে অজয় নদীর ধারে রয়েছে মা মঙ্গলচন্ডীর মন্দির। শতাধিক বছর ধরে এই গ্রামে হয়ে আসছে মা মঙ্গলচন্ডীর পুজো।
এই পুজো উপলক্ষে আয়োজন করা হয় মহা ভোগের বর্ধমান ও বীরভূম জেলার হাজার হাজার মানুষ এই মহা ভোগ খান। দুপুর বারোটা থেকে এই ভোগ খাওয়ানো শুরু হয় চলে বৈকাল চারটে পর্যন্ত।

সারা বছরই মায়ের পূজো হয়ে থাকে প্রতি মঙ্গলবার।

এই পুজো উপলক্ষে গ্রামে বসে একদিনের মেলা ।
মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল আজ।

পুলিশ প্রশাসনের নজরদারি থাকে চোখে পড়ার মতো।

মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *