মঙ্গলকোটে পুরাতনহাট গ্রামে মা মঙ্গলচন্ডীর পুজো উপলক্ষে জলছত্রের আয়োজন পূর্ব বর্ধমান জেলা পুলিশের।
মঙ্গলকোটের পুরাতনহাট গ্রামে শতাধিক বছর ধরে হয়ে আসছে মা মঙ্গলচন্ডীর পুজো। আর সেই পুজো উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও মঙ্গলকোট থানার পুলিশের সহযোগিতায় জলছত্রের আয়োজন করা হয়েছিল।
এই পুজোয় বীরভূম ও বর্ধমান জেলা থেকে হাজার হাজার মানুষ আসেন।
সেই মানুষজনদের জল ও লাড্ডু বিতরণ করা হয় মঙ্গলকোট থানার পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন কাটোয়ার এস, ডি,পি,ও কাশীনাথ মিস্ত্রি, মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট থানার আই,সি মধুসূদন ঘোষ।
পুলিশের এই উদ্যোগে খুশি হয়েছেন এলাকার সাধারণ মানুষ।
মঙ্গলকোট থানার আই,সি মধুসূদন ঘোষ জানান যে, এই পুজো উপলক্ষে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ হাজির হন। আমরা প্রায় ১০ হাজার মানুষকে জল ও লাড্ডু বিতরণ করেছি।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।