মঙ্গলকোট গ্রামের কুনুর নদীর ধার থেকে উদ্ধার ৩৭ টি তাজা বোমা, বোম গুলোকে নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড।
রাত্রে পুলিশ গোপন সূত্রে খবর পায় মঙ্গলকোট গ্রামের কুনুর নদীর ধারে দুটি ড্রামে বিপুল পরিমাণ বোমা রয়েছে।
এরপর পুলিশ দেখতে পায় প্রায় ৩৭ টি মত বোমা রয়েছে।
শনিবার সেই বোমা গুলি নিষ্ক্রিয় করল সি,আই,ডির বোম স্কোয়াড।
ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
তবে কিভাবে এতগুলি বোমা এখানে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ।
এলাকার মানুষ নজরদারির দাবি করেছে প্রশাসনের।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।