রাধাগোবিন্দর পূজা উপলক্ষে মঙ্গলকোটের মাহাত্তুবা গ্রামে মহা ভোগের আয়োজন, ভোগ খেলেন পাঁচ থেকে সাত হাজার মানুষ। রবিবার দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাহাত্তুবা গ্রামে আজ রাধাগোবিন্দর পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছিল মহা ভোগের আর এই মহা ভোগ খেলেন এলাকার বিভিন্ন গ্রামের পাঁচ থেকে সাত হাজার মানুষ।
এই অনুষ্ঠান উপলক্ষে চার দিন ধরে চলে হরিনাম সংকীর্তন সকল ধর্মের মানুষের শান্তির কামনায় এই হরিনাম সংকীর্তন বলে জানান পূজা কমিটির সদস্যরা।
আর এই মহা ভোগের আয়োজনে সাহায্য করেন প্রগতি সংঘ।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।