মঙ্গলকোট থানার এক সিভিক ভলেন্টিয়ার আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করল, খুশির হাওয়া মঙ্গলকোটে।
পূর্ব বর্ধমান জেলার এক সিভিক ভলেন্টিয়ার আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় গিয়েছিলেন হরিয়ানার ধরমশালায়।
সেখানে তিনি তিনটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন কাতা কুমিতে ও টিম কাতা।
তিনটে ইভেন্টেই মঙ্গলকোটের সিভিক ভলেন্টিয়ার ত্রিদিব পাল, দ্বিতীয় স্থান অধিকার করে অর্থাৎ সিলভার মেডেল পান। ওই সিভিক ভলেন্টিয়ার এর বাড়ি মঙ্গলকোটের ইছাবটোগ্রামে।
পাশাপাশি মঙ্গলকোট থেকে আর এক প্রতিযোগী যান ওখানে খেলতে তার নাম দেবাংশু ঘোষ বাড়ি মঙ্গলকোটের সিঙ্গত গ্রামে।
সে কাতা ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করে একটি ব্রোঞ্জ পদক পান।
সিভিক ভলেন্টিয়ার ত্রিদীপ পাল জানান, আমার শিক্ষক পরিতোষ সিকদার মহাশয় কে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এই সফলতা পেয়েছি ওনার জন্য।
মঙ্গলকোট থানার আই,সি পিন্টু মুখার্জী জানান ওর এই সফলতায় আমরা গর্বিত। বর্তমানে সে আই,বি বিভাগে কাজ করছে।
তার এই সফলতায় খুশি মঙ্গলকোট এলাকার মানুষজন।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।