আমিরুল ইসলাম ,
মঙ্গলকোট বিধানসভা সরগ্রামঅঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৃষি আইন এর বিরুদ্ধে ধিক্কার মিছিল।
আজ মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে তৃণমূল কংগ্রেসের একটি বিশাল মিছিল বের হয় কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতা করে,
তৃণমূল কংগ্রেসের বহু মহিলা ও পুরুষ কর্মী-সমর্থক আজকের এই মিছিলে পা মিলান। এই মিছিলে নেতৃত্ব দেন বংশধর প্রমানিক।
এই মিছিলে উপস্থিত ছিলেন অঞ্চলের সমস্ত নেতৃত্ব।
এই মিছিলে উপস্থিত ছিলেন এলাকার সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী বংশধর পরামানিক,বাপি হাজরা, গদাই মুখার্জি, জিতেন্দ্রনাথ মাঝি, উদয়চাঁদ সরকার,
তৃণমূল কংগ্রেসের নেতা বংশধর প্রমানিক জানান,কেন্দ্রীয় সরকার কৃষি আইন বাতিল না করলে আগামীতে আমরা আরও বৃহৎ আন্দোলন করবো।