মঙ্গলকোটের অজয় নদের উপকূলীয় গ্রাম পুরাতনহাটে শতাব্দী প্রাচীন ধরে হয়ে আসছে মা মঙ্গলচণ্ডীর মন্দিরে মোচ্ছব। দশ হাজারের বেশি ভক্ত আসে এখানে মন্দিরের বটতলায় পুজো দিতে।সারাদিন ধরে চলে বাউল সহ হরিনাম সংকীর্তন।সেইসাথে থাকে নরনারায়ণ সেবা।
Spread the loveহৃদয়পুরে নব সোপানের উদ্যোগে দরিদ্রদের খাদ্য নিরাপত্তা প্রদান করা হয় পারিজাত মোল্লা, Kolkata 31st May,2023: হৃদয়পুর নব সোপান, একটি বেসরকারি স্বনির্ভর গোষ্ঠী, ডাঃ বিবর্তন সাহার সহযোগিতায় বারাসাত হাটখোলা এলাকার কাছে ইন্দিরা কলোনিতে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। দরিদ্রদের খাদ্য নিরাপত্তা প্রদান এবং শিশুদের মধ্যে অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের উদ্যোগের অংশ হিসেবে ২০০ টিরও বেশি সুবিধাবঞ্চিত ব্যক্তিকে খাদ্যশস্য সরবরাহ করা হয়েছে। ডাঃ বিবর্তন সাহা…
Spread the loveবেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২৪ ‘বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হলো। ‘রেডওয়াইন এন্টারটেইনমেন্ট’ এর উদ্যোগে প্রথমবার এই পুরস্কার…