মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির প্রাক্তন দুই সভাপতির স্মরণসভা

Spread the love

আমিরুল ইসলাম


মঙ্গলকোটের বামুনগ্রাম ও যবগ্রামে সিপিএমের দুই শহীদদের স্মরণ সভা।

পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট ব্লক এর নিগন রেলস্টেশনের কাছে 1994 সালে সন্ধ্যা সাতটার সময় চৌঠা সেপ্টেম্বর দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন সিপিএমের দুই কর্মী হরপ্রসাদ গোস্বামী ও গোপেশ্বর পাল।তাদের স্মৃতির উদ্দেশ্যে সিপিএম এর পক্ষ থেকে স্মরণ সভা অনূষ্ঠিত হল মঙ্গলকোটের বামুনগ্রাম ও যবগ্রামে ৷এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন সি পি আই এম মঙ্গলকোট এরিয়া কমিটির অন্যতম সদস্য তথা মঙ্গলকোটের প্রাক্তন বিধায়ক সাহাজাহান চৌধুরী ,কৃষক নেতা মানবেন্দ্র চক্রবর্তী , Dyfi মঙ্গলকোট লোকাল কমিটির অন্যতম সদস্য মাখন সেখ ,ক্ষেতমজুর ইউনিয়নের নেতা জয়দেব মাঝি ৷ প্রথমে বামূনগ্রামে ও তারপর বামুনগ্রাম থেকে মিছিল করে যবগ্রামে এই স্মরণ সভা অনূষ্ঠিত হয় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *