মননে শরৎ
শিবানী চক্রবর্তী (শ্রীরামপুর)
শরতের সুনীল আকাশে সাদা মেঘে ভরা,
স্বর্ণ কিরণ ছড়ালো রবি, সবুজে সাজালো বসুন্ধরা।
কাশগুলি হিন্দোলে
দলে, হৃদয় দোলায় মন ছুটে বারে বারে,
শিউলি সযতনে আঙিনা জুড়ে সাজায়, বরণডালা দ্বারে।
মাগো তোমার আয়ত আঁখি টানে মন আকুল অমৃত ভুবন পারে,
প্রাণের হরষে আবেগের টানে তাই ছুটে যায় বারে বারে।
আকাশ ভেলায় মননেও যেন
পড়ে সুনিল গগনের মায়া,
মনের গহনে সুখের আকাশে পড়ুক মধুর ছায়া।
মনের ভুবনে ছেয়ে যাক শ্যামলিমা, আপন মহিমা দিয়ে,
জ্যোতির প্রকাশে হৃদয় চরাচর হাসুক অমৃত নিয়ে।
অন্তরে তুমি ভাস্বরি হয়ে আছো জননী দশভূজা,
দিনের পর দিন ভক্তি কুসুমে যেন করিতে পারি পূজা।
ধরণীর বুকে আসে শরৎ
মননেও যেন আসে,
তার পরশে, জোয়ার আসুক প্রাণে ,বিনীত অমল হাসে।