সুরজ প্রসাদ,
পুরুলিয়ায় সাঁওতাল বিদ্রোহের নেতা কানু মুর্মুর মুর্ত্তি ভাঙা নিয়ে সরব হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও পূর্ব বর্ধমান জেলা পরিসদ সহ সভাধিপতি তথা জেলা তৃণমূল কো অর্ডিনেটর দেবু টুডু। সোমবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চের এনেক্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয় নিয়ে বিজেপির কড়া সমালোচনা করেন বক্তারা। দেবু টুডু বলেন, হুল দিবসের দিন রাতের অন্ধকারে বিজেপি নেতা বৈদ্যনাথ মান্ডি সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা কানু মুর্মুর মূর্তি ভেঙে দেয়। এই জঘন্য অপরাধের জন্য তাকে উপযুক্ত শাস্তি এবং বিজেপি দল থেকে বহিষ্কার করার দাবী করেন দেবু টুডু । মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, কলকাতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা থেকে শুরু করে কানু মুর্মুর মুর্ত্তি ভাঙ্গা। বিজেপির এটাই কালচার হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে মানুষকে সাথে নিয়ে প্রতিবাদ হবে।