মনোনয়নপত্র দাখিল করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু
। সাধন মন্ডল বাঁকুড়া:—–রাজ্যের ৬টি বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ই নভেম্বর তার মধ্যে বাঁকুড়া জেলায় একটি ।তালডাংরা বিধানসভার উপনির্বাচন এই উপনির্বাচনে কংগ্রেস ,তৃণমূলী কংগ্রেস ,বিজেপি ও বামফ্রন্টের প্রার্থীরা এখনো পর্যন্ত প্রতিদ্বন্দিতা করছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বার বেলার দুপুরে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষক সমাজসেবী তথা শিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফাল্গুনী সিংহ বাবু দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে খাতড়া মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। ফাল্গুনী বাবুর সাথে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সংসদ অরূপ চক্রবর্তী সহ দলীয় বিশিষ্ট নেতৃত্ব ও কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক। বৃষ্টিকে উপেক্ষা করে মহকুমা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ হাজির হয়েছিলেন এই মনোনয়নপত্র জমা করার অনুষ্ঠানে ।এখানে উল্লেখ্য প্রার্থী ফাল্গুনী বাবু তার দলীয় সমর্থকদের নিয়ে এলাকার জাগ্রত দেবী লক্ষীসাগরের রং কিিনী মাতার মন্দিরে পুজো দিয়ে খাতড়া মহকুমা শাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। খাতড়া বাজারে কর্মী সমর্থকদের সাথে মিছিলে অংশ নিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে হাজির হয়ে তার মনোনয়নপত্র জমা করেন। এই মনোনয়নপত্র জমা করাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ।এদিনের এই উদ্দীপনা ও জনসমাগমেই বুঝিয়ে দেয় যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এখন দেখার এবং রাজনৈতিক মহলের ধারণা নির্বাচনের পর ভোটের ফলাফল ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। কোন দল জয়লাভ করে এবং কত ভোটে জয়লাভ করে সেটাই এখন মানুষের মুখে মুখে ঘুরছে। জয়ের ব্যাপারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু বলেন -“মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ষাট টিরও বেশি জনমুখী প্রকল্প আমাদের রাজ্যে চলছে। যে প্রকল্পগুলি থেকে সমস্ত রাজনৈতিক দলের মানুষ উপকৃত হচ্ছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি মানুষকে সমস্ত রকম ভাবে সহযোগিতা করে চলেছেন তৃণমূল কংগ্রেস সরকার। তাই ৫০ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করব সে বিষয়ে কোন সন্দেহ নেই। আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীরা এবারের এই উপ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন। সেখানে রয়েছেন সাধারণ কর্মী সমর্থক, মহিলা সেল, স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যবৃন্দ, আইসিডিএস কর্মী সমর্থক, শিক্ষক শিক্ষা কর্মী কর্মী সমর্থক, থেকে শুরু করে বাউরী সমাজ, তপশিলি জাতি, এসসি এসটি সেল,সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ,সরকারি কর্মচারীবৃন্দ। সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং এবারের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়া ফুলে ভোট দেওয়ার আহ্বান জানাই”।