মন্ত্রীর চিকিৎসা করাতে ‘অপারগ’ কম্যান্ড হাসপাতালের আর্জি নিয়ে শুনানি আজ

Spread the love

মন্ত্রীর চিকিৎসা করাতে ‘অপারগ’ কম্যান্ড হাসপাতালের আর্জি নিয়ে শুনানি আজ

মোল্লা জসিমউদ্দিন

নিম্ন আদালতের পর কলকাতা হাইকোর্টের দারস্থ হলো কম্যান্ডো হাসপাতাল কর্তৃপক্ষ। আজ অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। সেনাবাহিনীর বাইরে কোনও সাধারণ নাগরিকের চিকিত্‍সা করাতে চায় না কম্যান্ড হাসপাতাল। সেই আর্জি নিয়ে  তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের আবেদন,-‘  সেনার সঙ্গে যুক্ত নন, এমন কোনও নাগরিককে যেন সেখানে চিকিত্‍সার জন্য না পাঠানো হয়’। কলকাতা হাইকোর্টে এই মর্মে মামলা করেছে কম্যান্ড কর্তৃপক্ষ।বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে ।কম্যান্ড হাসপাতালের আইনজীবী  বলেন, ”কম্যান্ড হাসপাতাল সেনার চিকিত্‍সার জন্য। সেখানে সাধারণ নাগরিকদের যাতে ভর্তি করানো না হয়, সেই আবেদনে মামলা করা হয়েছে। এই হাসপাতালে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিরাই চিকিত্‍সা পরিষেবা পেয়ে থাকেন। বাইরের রোগী এলে কর্তৃপক্ষের উপর বাড়তি চাপ পড়ে। তাই চিকিত্‍সায় সমস্যা হয়। সেই কারণেই এই মামলাটি করা হল।”রেশন ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিত্‍সা কম্যান্ড হাসপাতালে করানোর নির্দেশ দিয়েছিল ব্যাঙ্কশাল আদালত। বিচারক ইডিকে নির্দেশ দিয়েছিলেন, জ্যোতিপ্রিয়ের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলে এবং তদন্তকারী আধিকারিক চাইলে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে কম্যান্ড হাসপাতালে ভর্তি করিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো যেতে পারে। এখানেই আপত্তি করেন কম্যান্ড কর্তৃপক্ষ। তাঁরা মন্ত্রীর চিকিত্‍সা করতে না চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল।নিম্ন আদালতেও একই যুক্তি দিয়েছিল কম্যান্ড হাসপাতাল। দু’বার আদালতের দ্বারস্থ হয়ে তারা জানিয়েছিল, এই মুহূর্তে প্রচুর রোগী তাঁদের হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন। তাই বাড়তি চাপ নেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু নিম্ন আদালতে এই সমস্যার সুরাহা হয়নি। বরং কম্যান্ডের আর্জি খারিজ হয়ে যায়। তার পরেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন কর্তৃপক্ষ। নিম্ন আদালতের নির্দেশ মেনে বুধবার জ্যোতিপ্রিয়কে কম্যান্ড হাসপাতালেই স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে গিয়েছিল ইডি। সকাল ১১টা নাগাদ ওই হাসপাতালে ঢুকেছিলেন মন্ত্রী। তাঁকে বার করা হয় বিকেল সাড়ে ৩টে নাগাদ। অর্থাত্‍, বুধবার প্রায় সাড়ে চার ঘণ্টা কম্যান্ডে জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য পরীক্ষা চলেছে। সেখান থেকে ফের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে বনমন্ত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *