মফস্বল শহরে প্রথম মডেল প্রতিযোগিতা
সেখ সামসুদ্দিন, ১৭ সেপ্টেম্বরঃ মেমারি থানার সন্নিকট জি টি রোড সাইডে ‘বিউটি মেকআপ স্টুডিও এন্ড একাডেমি’র পক্ষ থেকে মডেল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় ১১ জন মডেল ও ১১ জন মেকআপ আর্টিস্ট পূর্ব বর্ধমান ও হুগলী জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে যোগদান করেন। প্রতিযোগিতার বিচারক ছিলেন মেকআপ আর্টিস্ট এন্ড হেয়ার স্টাইলিস্ট বিউটি নায়েক ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মঞ্জু ইভেন্ট ম্যানেজমেন্ট- এর ওনার শুভজিৎ মালিক, স্টুডিও ওনার অমিত ঘোষ, বিশিষ্ট সমাজসেবী অজিত কুমার সিং প্রমুখ। মডেল প্রতিযোগীদের মেকআপ ও হেয়ার স্টাইলের বিচারেই ফল ঘোষণা করা হয়। এদিন মডেল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পরেশনাথ পাল, যুগ্ম দ্বিতীয় দেবলীনা হাজরা ও কাঞ্চন মল্লিক, যুগ্ম তৃতীয় পিয়ালী ঘোষ ও সোনিয়া মুখার্জী। চতুর্থ অদ্রিজা পাল, পঞ্চম স্বপ্না কুমার এবং ষষ্ঠ স্থান অর্জন করে ভালো ব্যবহারের জন্য তুলি রায়। মঞ্জু ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার শুভজিৎ মালিক বলেন মেমারিতে এই প্রথম মডেল প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতার মাধ্যমে বার্তা দিতে চান শুধু কলকাতা শহর নয়, গ্রামাঞ্চলের ছেলেমেয়েরাও মডেল প্রতিযোগিতায় যোগ্য। সকল অংশগ্রহণকারী প্রতিযোগীকেই একটি করে শংসাপত্র দেওয়া হয়।