ময়না ব্লক কৃষক সম্মেলন

Spread the love

ময়না ব্লক কৃষক সম্মেলন

কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ ও কম দামে সার-বীজ- কীটনাশক সরবরাহ, নদী ও নিকাশী খালগুলি পূর্ণ সংস্কার,পানকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি,ক্ষেতমজুরদের ১০০ দিনের কাজ সহ বিভিন্ন দাবীতে অল ইন্ডিয়া কৃষক ও খেতমজদুর সংগঠন(এ.আই.কে.কে.এম.এস.)’র উদ্যোগে আজ ময়না ব্লক কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও ময়নার বিভিন্ন গ্রাম থেকে শতাধিক কৃষিজীবী মানুষ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কৃষক ও খেতমজদুর সংগঠন(এ.আই.কে.কে.এম.এস.)এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি পঞ্চানন প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি উৎপল প্রধান, জেলা সম্পাদক জগদীশ সাউ,অফিস সম্পাদক প্রবীর প্রধান,কার্তিক বেরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুরুতে শহীদ বেদীতে মাল্যদান এবং প্রয়াত কৃষক নেতা বিবেকানন্দ রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মেলন শুরু হয়। রাজ্য সভাপতি পঞ্চানন প্রধান বলেন, কেন্দ্র-রাজ্য উভয় সরকারের কৃষক ও কৃষি স্বার্থবিরোধী নীতির জন্য আজ কৃষিকাজ মার খাচ্ছে। রাজ্যে রাজ্যে কৃষকরা আত্মহত্যা করছে। ফসলের দাম নেই,অথচ মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। নদী-খাল সংস্কারের অভাবে জলনিকাশী হচ্ছে না। ময়না সহ বিভিন্ন ব্লকের মানুষ বছর বছর জমা জলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর বিরুদ্ধে সচেতন ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তিনি। সম্মেলন শেষে ভৃগুরাম জানাকে সভাপতি,মধুসূদন মন্ডল সম্পাদক, ব্রজ মাইতিকে সহ সম্পাদক,স্বপন মাইতিকে কোষাধ্যক্ষ করে জনের AIKKMS ময়না ব্লক কমিটি গঠিত হয়। প্রবল উৎসাহের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *