মশাল মিছিল আর জি কর ঘটনার প্রতিবাদে, তারাপীঠে

Spread the love

মশাল মিছিল আর জি কর ঘটনার প্রতিবাদে, তারাপীঠে

সেখ রিয়াজউদ্দিন বীরভূম:- কলকাতার আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে সমগ্র রাজ্যজুড়ে রাজ্য রাজনীতি উত্তাল। সেই ঘটনার প্রতিবাদ জানাতে বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠনের কর্মী সহ নানান স্তরের লোকজন পথে নেমে সপ্তাহ ভোর বিক্ষোভ মিছিলে পথে হাঁটছেন। স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা বন্ধ রেখে অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে সমস্ত ধরনের আন্দোলনের শরীক জুনিয়র ডাক্তার থেকে স্বাস্থ্য কর্মীরা। সেইরূপ পরিস্থিতিতে বীরভূম জেলা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও শুক্রবার সন্ধ্যা নাগাদ রামপুরহাট মহকুমার তারাপীঠে একটি মশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। আজকের ঘটনা প্রসঙ্গক্রমে জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিলটন রশিদ বলেন মুখ্যমন্ত্রী শুধুমাত্র সঞ্জয়ের ফাঁসির দাবিতে পথে নামবেন। আমারা আওয়াজ তুলছি যে সঞ্জয়ের ফাঁসির দাবি তো আছেই ওটা পরের কথা। কিন্তু তার আগে সঞ্জয়ের সহযোগী বাকি অন্যান্য আসামিদেরও গ্রেফতার করে জনসমক্ষে তুলে ধরা এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। সেই সমস্ত দাবি নিয়ে শুক্রবার সন্ধায় তারাপীঠে মশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় বলে কংগ্রেস নেতৃত্বের বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *